বাংলাদেশের মিডল-অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ানডে ক্রিকেটে ৪ হাজার রানের ক্লাবের সদস্য হলেন। আজ জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩২ রান করে বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন রিয়াদ।
জিম্বাবুয়ের বিপক্ষের ম্যাচের আগে ওয়ানডেতে মাহমুদুল্লাহ পরিসংখ্যান ছিল ১৮৫ ম্যাচের ১৬০ ইনিংসে ৩৯৯৪ রান। মাহমুদুল্লাহ এর ৬ রান দরকার ছিল ৪ হাজারি ক্লাবে প্রবেশ করতে।
তৃতীয় উইকেট পতনের পর ক্রিজে যান মাহমুদুল্লাহ। ৩৯তম ওভারের দ্বিতীয় বলে জিম্বাবুয়ের অফ-স্পিনার ওয়েসলি মাধভেরেকে স্কয়ার লেগ দিয়ে চার মেরে ৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন মাহমুদুল্লাহ।
৪ হাজার রানের ক্লাবে প্রবেশ এর পর শেষ পর্যন্ত ২৮ বলে ২টি চার ও ১টি ছক্কায় ৩২ রান করেন মাহমুদুল্লাহ।
মাহমুদুল্লাহর আগে বাংলাদেশের পক্ষে ৪ হাজারি ক্লাবের সদস্য হয়েছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তামিম ৬৯১৬, সাকিব ৬৩২৩ ও মুশফিক ৬১১৯ রান করেছেন।
আনন্দবাজার/এস.কে