ঢাকা | সোমবার
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

লিটন দাসের দ্বিতীয় সেঞ্চুরি

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অনবদ্য এক ইনিংস খেলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করলেন লিটন দাস। জিম্বাবুয়ের খেলোয়াড়দের তুলোধুনা করে ৯৫ বল খেলে তুলে নেন সেঞ্চুরি।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ৪৩ বলে ২৪ রান করে তামিম ফিরে যান প্যাভিলিয়নে। প্রথম পাওয়ার প্লের ১০ ওভার থেকে ৪৪ রান যোগ করেন দুই ওপেনার। এর ভেতর লিটনের ব্যাট থেকে ২৭ (২৯ বল) ও তামিমের ব্যাট থেকে ১৫ রান (৩১ বল) আসে।

ওয়ান ডাউনে খেলতে নামা শান্ত ৩৮ বলে ২৯ রান করে ফিরে গেলে একপ্রান্ত আগলে রাখেন লিটন। ৪৫ বলে পূর্ণ করেন ব্যক্তিগত অর্ধশতক। এরপর মুশফিককে সাথে নিয়ে শতকের দিকে এগোতে থাকেন তিনি। সর্বশেষ ১৩টি চার ও ২টি ছয়ে ১০৫ বলে ১২৬ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

এদিকে সর্বশেষ খবর পর্যন্ত ৪৫ ওভার শেষে মাহমুদুল্লাহর ২৮ বলে ৩২ এবং মিথুনের ৩৫ বলে ৩৯ রানে ভর করে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন