ঢাকা | বৃহস্পতিবার
১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

দর্শকবিহীন মাঠে খেলবে জুভেন্টাস-ইন্টার মিলান

চলতি সপ্তাহে ইন্টার মিলানের বিপক্ষে দর্শকবিহীন মাঠে খেলতে নামবে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস। ইতোমধ্যে তা আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেছে সিরি আ কর্তৃপক্ষ।

ইতালীতে করোনাভাইরাসের প্রভাব বাড়ায় শতর্ক রয়েছে সিরি আ। শুধুমাত্র আলিয়াঞ্জ স্টোডিয়ামের জুভেন্টাস- ইন্টার মিলান ম্যাচই নয় বরং এই সপ্তাহে লিগের আরও পাঁচটি ম্যাচ হবে ক্লোজ ডোর। এর আগে গত সপ্তাহে করোনাভাইরাসের সতর্কতায় স্থগিত করা হয়ে ছিলো চারটি ম্যাচ।

ইউরোপা লিগের রাউন্ড অফ থার্টি টুর ইন্টার ও লুদোগোরেটস ম্যাচটিও হয়েছে ফাকা গ্যালারীতে। ইতালির উত্তরাঞ্চলে ১০টি শহরে বেড়েছে করোনাভাইরাসের প্রভাব, আর তাতেই সতর্ক সিরি আ।

উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন পর্যন্ত ৫০টি দেশে ছড়িয়ে পড়েছে। আর এ ভাইরাসে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন অন্তত ২৮৫৮ জন।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন