ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ ও জিম্বাবুয়ের ওয়ানডে টিকিটের মূল্য

মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ শেষে এবার ওয়ানডে সিরিজে খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল। তিন ম্যাচের সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে।

এরইমধ্যে আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিটের মূল্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্ব দিকের গ্যালারি ও গ্রিন হিল এরিয়ার টিকেটের দাম ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে স্বাভাবিকভাবেই গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম সবচেয়ে বেশি অর্থাৎ ১০০০ টাকা এবং ক্লাব হাউজের টিকিট মিলবে ৩০০ টাকায়। আর পশ্চিম দিকের গ্যালারির টিকিটের মূল্য ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামের কাউন্টার থেকে টিকিট কেনা যাবে।

আগামী রবিবার (১ মার্চ) প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এরপর ৩ মার্চ দ্বিতীয় ম্যাচ এবং ৬ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন