ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টেস্টে মুশফিকের পাঁচ ধাপ উন্নতি

সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানে জিতেছে। বাংলাদেশের ক্রিকেটে ‘রান মেশিন’ বলে খ্যাত মুশফিকুর রহিম ডাবল সেঞ্চুরি করেন এই ম্যাচে। অপরাজিত ২০৩ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। এই পারফরমেন্সে আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে ৫ ধাপ উন্নতি করে ২০তম অবস্থানে উঠে এসেছেন মুশি।

অপর দিকে, অধিনায়ক মুমিনুল হক এদিন সেঞ্চুরি করেন। তিনি আউট হন ১৩২ রান করে। তিনিও মুশফিকের মতো পাঁচ ধাপ এগিয়েছেন। এখন ৩৯তম অবস্থানে আছেন মুমিনুল।

বোলারদের মধ্যে স্পিনার নাঈম হাসান প্রথম ইনিংসে ৪টি ও দ্বিতীয় ইনিংসে ৫টি করে উইকেট নেন। দুর্দান্ত এই পারফরম্যান্সের পর র‌্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়ে ৩৮তম অবস্থানে উঠে এসেছেন তিনি। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে ১১ ধাপ উন্নতি করে ৪৬তম অবস্থানে উঠে এসেছেন পেসার আবু জায়েদ রাহি।

সিরিজের তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ এখনও বাকি রয়েছে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন