ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইনিংস ও ১০৬ রানের বিশাল জয় বাংলাদেশের

একদিন হাতে রেখেই ইনিংস ও ১০৬ রানের বিশাল জয় পেল বাংলাদেশ। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগারদের বোলিং আক্রমণে ২য় ইনিংসে মাত্র ১৮৯ রানেই গুটিয়ে যায় সফরকারিরা।

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের চতুর্থ দিন ২ উইকেটে নয় রান নিয়ে খেলা শুরু করে সফরকারীরা। জিম্বাবুয়ের স্কোরবোর্ডে ছয় রান যোগ হতেই তাইজুলের বলে প্যাভিলিয়নে ফিরেন কেভিন কাসুযা। ব্রেন্ডন টেইলরকে ১৭ রানে ফিরিয়েছেন নাইম হাসান।

এর পর ক্যাপ্টেন ক্রেইগ আরভিন দলীয় ১০৪ রানে ফিরেছেন ৪৩ করে। তাইজুলের বলে শিকার হয়ে সিকান্দার রাজা ফিরেছেন মুশফিকের দুর্দান্ত ক্যাচে।

এর আগে তৃতীয় দিন ৩ উইকেটে ২৪০ রান নিয়ে ব্যাট করতে নেমে মুশফিকের ক্যারিয়ারের ৩য় ডাবল সেঞ্চুরিতে ২৯৫ রানে এগিয়ে থেকে ইনিংস ঘোষণা করে বাংরাদেশ। মুমিনুল সেঞ্চুরি করে আউট হলেও ২০৩ রানে অপরাজিত থাকেন মিস্টার ডিপেন্ডেবল।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন