রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মুশফিকের দ্বি-শতকে জয়ের পথে বাংলাদেশ

তৃতীয় দিন টি ব্রেকের পরেই মুশফিকের অপরাজিত ২০৩ এবং মুমিনুলের ১৩২ রানে ভর করে ৫৬০ রানে ইনিংস ঘোষণা করে বাংলোদেশ। এরপর ২৯৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নাঈম হাসানের ঘুর্ণিতে শুরুতেই দুই উইকেট হারায় জিম্বাবুয়ে।

এর আগে মুমিনুল ৫৫ এবং মুশফিক ২০ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেন। ১৩২ করে মুমিনুল সাজঘরে ফিরে গেলে মিথুনকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মুশফিক। দলীয় ৪২১ রানে মিথুন এবং ৫৩২ রানে লিটন বিদায় নিলে তাইজুলকে সঙ্গী করে দ্বি-শতকের দিকে এগোতে থাকেন তিনি।

এরপর ৩১৮ বলে ২৮টি চারের মারে মুশফিকের ২০৩ রানের পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এদিন ব্যাট হাতে মিথুন, লিটন ৫৩ এবং তাইজুল করেন ১৪ রান। এছাড়া আগের দিন ওপেনিং এ খেলতে নামা শান্ত ৭১ এবং তামিম করেছিলেন ৪১ রান।

তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ৯ রান। বাংলাদেশের চেয়ে ২৮৬ রান পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করবে সফরকারীরা।

 

তৃতীয় দিনশেষে স্কোরকার্ড:

জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ১০৬.৩ ওভারে ২৬৫/১০ (আরভিন ১০৭, মাসভাউরে ৬৪; রাহি ৪/৭১, নাঈম ৪/৭০, তাইজুল ২/৯০)।

বাংলাদেশ প্রথম ইনিংস: ১৫৪ ওভারে ৫৬০/৬, ডিক্লেয়ার্ড (তামিম ৪১, শান্ত ৭১, মুমিনুল ১৩২, মুশফিক ২০২*; এইন্সলে এনডিলভু ২/১৭০, টিরিপানো ১/৯০ )।

জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস: ৫ ওভারে ৯/২ (নাঈম ২/৩, তাইজুল ০/৫)

 

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  শেষ ম্যাচে খেলবেন না তামিম

সংবাদটি শেয়ার করুন