ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনশেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৬ উইকেটে ২২৮

৬ উইকেট হারিয়ে অধিনায়ক ক্রেগ এরভিনের সেঞ্চুরিতে ভর করে ২২৮ রানে প্রথম দিন শেষ করেছে জিম্বাবুয়ে। মাসবুরের ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান। বল হাতে বাংলাদেশের নাঈম হাসান ৪টি ও আবু জায়েদ রাহী নিয়েছেন ২টি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। দলীয় ৭ রানে ব্যক্তিগত ২ রান করেই রাহীর বলে সাজঘরে ফেরেন ওপেনিংয়ে নামা কেভিন কাসুজা। এরপর বাংলাদেশের বোলারদের ঘাম ঝরাতে থাকেন মাসবুরে-এরভিন জুটি। বড় সংগ্রহের দিকে এগিয়ে যেতে থাকে সফরকারীরা।

নাঈম হাসানের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে প্রিন্স মাসবুরে ফিরে গেলে ১১১ রানের অনবদ্য জুটি ভাঙ্গে। এরপর অধিনায়ক এরভিন একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে কেউ দাঁড়াতে পারেনি বাংলাদেশি বোলিং এর সামনে।

নাঈম হাসানের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শিকার হয়ে সাজঘরে ফিরেন ব্রেনড্যান টেইলর, সিকান্দার রাজা ও অধিনায়ক ক্রেগ এরভিন। দিনশেষে চাকাবা ৯ রানে অপরাজিত থাকলেও রানের খাতা খুলতে পারেননি তিরিপানো।

৩৬ ওভারে ৮ মেডেনে ৬৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন নাঈম হাসান। ১৬ ওভারে ৪ মেডেন নিয়ে ৫১ রান দিয়ে ২ উইকেট নেন আবু জায়েদ রাহী। তবে নাঈম ও রাহীর সাফল্যের দিনে মলিন ছিলো বাংলাদেশের অভিজ্ঞ বোলার তাইজুল ইসলাম। ২১ ওভারে ৭৫ রান দিয়ে কোন উইকেট শিকার করতে পারেননি তিনি।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন