সৌভাগ্যের নিদর্শন বলা হয় কন্যাসন্তানকে। পৃথিবীর সেই সৌভাগ্যবান বাবাদের একজন শহীদ আফ্রিদি। আগেই চার কন্যাসন্তানের গর্বিত বাবা ছিলেন তিনি। আবারো কন্যাসন্তানের বাবা হলেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার।
আফ্রিদি দম্পতির কোল আলো করে এল আরও এক মেয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে সুসংবাদটা দিয়েছেন আফ্রিদি নিজেই। গতকাল (১৫ ফেব্রুয়ারি) টুইটারে এই সুখবরটি জানান তিনি।
আফ্রিদি লিখেছেন, সর্বশক্তিমানের অসংখ্য আশীর্বাদ ও করুণা আমার ওপরে বর্ষিত হচ্ছে। এর আগে চারজন অসাধারণ মেয়ের বাবা হওয়ার পর এখন আমি পঞ্চম মেয়ের বাবা হয়েছি। খুশির খবরটা আমার শুভানুধ্যায়ীদের জানালাম।
টুইটারে ওই পোস্টের সঙ্গে পাঁচ কন্যার সঙ্গে তোলা একটি ছবিও দিয়েছেন আফ্রিদি। ছবি প্রকাশের পর তাতে অভিনন্দন ও শুভকামনার বন্যা বইয়ে দিয়েছে ভক্তরা।
আনন্দবাজার/ টি এস পি