রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বজয়ীদের ফুলের মালা দিয়ে বরণ

দেশের লাখো মানুষের স্বপ্ন পূরণ করে বীরের বেশে দেশে আসলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব বিশ্বকাপে প্রথমবারের বাংলাদেশকে চ্যাম্পিয়ন করা দলকে বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত করা হয়েছে।

বাংলাদেশের যুবারা বিকেল ৪.৪৫ মিনিটের দিকে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। কোচিং স্টাফরাও সাথে ছিলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ও বিসিবির কর্মকর্তারা বিমানবন্দরে টাইগার যুবাদের অপেক্ষা করছিলেন আগে থেকেই।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বিমান থেকে নামার পর বিশ্বজয়ী ক্রিকেটারদের একে একে ফুলের মালা পরিয়ে দেন। বিশ্বজয়ের উচ্ছ্বাস দেখা যাচ্ছিল ক্রিকেটারদের চোখেমুখে।

বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনায় দেয়ার পর বিসিবির বিশেষ ‘চ্যাম্পিয়ন বাস’-এ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে যাওয়া হবে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে আকবর আলির দল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

আনন্দবাজার/এস.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  চা উৎপাদনে ১৬৫ বছরের রেকর্ড ভাঙ্গার পথে

সংবাদটি শেয়ার করুন