ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিকেলে দেশে ফিরছেন যুবারা, দেওয়া হবে ‘ওয়াটার স্যালুট’

বিশ্বকাপ ট্রফি নিয়ে আজ বুধবার দেশে ফিরবে টাইগার যুবারা। বিকেল ৪টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে অনূর্ধ্ব-১৯ দলকে বহনকারী বিমান। বিমানবন্দরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন অভ্যর্থনা জানাবেন যুবাদের।

দেশে ফিরেই প্রথমবারের মতো টাইগার যুবারা পেতে যাচ্ছেন ওয়াটার ক্যানন স্যালুট। সাধারণত বিমানবন্দরে কোন এয়ারলাইন্স ও বিমানের প্রথম ও শেষ যাত্রায় দেওয়া হয় ওয়াটার স্যালুট। বিমানের কোন কর্মকর্তার অবসরের সময়ও দেওয়া হয় এই স্যালুট। কিন্তু ক্রিকেট তথা দেশের ক্রীড়াঙ্গনে এমন নজির এই প্রথম।

বিভিন্ন ফুটবল দলকে সাফল্য অর্জন করে দেশে ফেরার পর এমন অভ্যর্থনা দিতে দেখা যায়। ২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স ফুটবল দল, ২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়া পর্তুগালও দেশে ফিরে পেয়েছে এমন ওয়াটার স্যালুট।

এদিকে আকবর আলির নেতৃত্বাধীন যুব দলকে বরণ করে নিতে প্রস্তুত মিরপুরের ‘হোম অব ক্রিকেট’ শেরেবাংলা। মাঠের ভেতরে এবং বাহিরে উৎসবমূখর পরিবেশ।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন