ঢাকা | রবিবার
১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

৪ মাসে ২৬ কেজি ওজন ঝরালেন সানিয়া

ভারতের টেনিস গ্ল্যামার সানিয়া মির্জা, মাত্র ৪ মাসে ওজন কমিয়েছে ২৬ কেজি। বছর খানেক আগেই পুত্রসন্তানের জননী হয়েছেন সানিয়া। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আবার ফিরেছেন টেনিসে। ফিরেই জিতলেন হোবার্ট ইন্টারন্যাশানালে মেয়েদের ডাবলসের শিরোপা।
ছেলে ইজহান মির্জা মালিকের জন্মের পর ওজন কমাতে কতটা ঘাম ঝরাতে হয়েছে তা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সাথে শেয়ার করলেন তিনি।

ছেলে হওয়ার সময় যেমন টেনিস থেকে দূরে নিজের সব খুশি পূরণ করেছেন সানিয়া মির্জা। ছেলে হওয়ার পরপরই কোর্টে ফিরতে সকল পরিশ্রম করেছেন তিনি। যার মধ্যে অন্যতম ছিলো জিমে ওজন ঝরানো। প্রথম পদক্ষেপেই ২৬ কেজি ওজন কমিয়েছেন তিনি। ভক্তদের জন্য ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন ‘৮৯ টু ৬৩!’

তিনি আরও বলেন, স্বপ্নের পিছনে ছুটুন। মানুষ যদি বলে, পারবেন না, পাত্তা দেবেন না। নিজের ওপর বিশ্বাস রাখুন। আমি চার মাসে ২৬ কেজি ওজন কমাতে পারলে আপনিও পারবেন।

আনন্দবাজার/তাঅ 

সংবাদটি শেয়ার করুন