শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বোতল কুড়িয়ে প্রশংসিত বাংলার যুবারা

কথিত আছে, ‘চ্যাম্পিয়নরা সকলক্ষেত্রেই চ্যাম্পিয়ন’- কথাটি আরও একবার প্রমাণ করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার পর, আনন্দ উদযাপনের সময়েও টাইগাররা প্রমাণ করেছে তারাই সত্যিকারের চ্যাম্পিয়ন।

অনুরধ-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৩ উইকেট হারানোর পর বাঁধনহারা উদযাপনে মত্ত হয় বাংলাদেশের যুবারা। আনন্দ ভাগাভাগির একপর্যায় ছিলো দলগতভাবে মাঠ প্রদক্ষিণ তথা ভিক্টোরি ল্যাপ পর্ব।

মাঠ প্রদক্ষিণের সময় বাংলাদেশ দলের ক্রিকেটাররা দেখতে পান মাঠের সীমানায় দড়ির ভেতরে অনেক বোতল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গ্যালারি থেকে দর্শকদের ছোঁরা সেসব বোতল  কুড়িয়ে সীমানার ওপারে ফেলে দেন যুবা টাইগাররা।

যা নজর কেড়েছে পুরো বিশ্ববাসীর। সাথেসাথেই ক্রিকেট বিশ্বকাপের অফিসিয়াল টুইটার হ্যান্ডলারে এ ঘটনার ভিডিও প্রকাশ করা হয়েছে। হ্যান্ডলার তাদের ক্যাপশনে লিখেছে, ‘সত্যিকারের চ্যাম্পিয়ন! বাংলাদেশের খেলোয়াড়রা তাদের ভিক্টোরি ল্যাপ দেয়ার সময় মাঠে থাকা বোতল কুড়িয়ে বাইরে ফেলে দিয়েছে। যা সত্যিই অতুলনীয়।’

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  ‘আমার বিশ্বাস অসীম’

সংবাদটি শেয়ার করুন