ঢাকা | রবিবার
১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জুভের হারের রাতে রোনালদোর রেকর্ড

প্রতি ম্যাচেই নতুন কীর্তি গড়াকে যেন নিয়মে পরিণত করে ফেলেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। গেল শনিবার রাতে ইতালিয়ান সিরি আ’ লিগে ইতিহাসে জুভেন্টাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১০ ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন সিআর সেভেন।

এর আগে ২০০৫ সালে জুভিদের হয়ে টানা ৯ ম্যাচে গোল করার করার রেকর্ড ছিল ডেভিড ট্রেজেগুয়েট। যদিও গেল ম্যাচে হেল্লাস ভেরোনার কাছে ২-১ গোলে হেরেছে জুভেন্টাস। তবে দলের পরাজয়ের রাতে গোল করে ইতিহাসে নাম লেখিয়েছেন পর্তুগিজ উইঙ্গার। এখন শুধু  সিরি আ’ লিগে রেকর্ড গড়া থেকে মাত্র এক ম্যাচ দূরে এ সিআর সেভেন।

নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকে প্রথম ৩৫তম মিনিটে অধিকাংশ সময় বল দখলে রাখার সঙ্গে আক্রমণেও আধিপত্য ছিলো ভেরোনার। তবে প্রথমার্ধের শেষ ১০ মিনিটে প্রবল চাপ বাড়ায় জুভেন্টাস। শেষ  পর্যন্ত গোলশূন্য কাটে প্রথমার্ধ।

বিরতির পর ৬৫তম মিনিটে প্রতিপক্ষের বক্সে ঢুকে নিচু শটে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন পর্তুগিজ মহাতারকা। সেই সঙ্গে চলতি মৌসুমে ২০তম গোলটি করেন তিনি।

এর মধ্যে সাবেক এসি মিলান ফরোয়ার্ড ফ্যাবিও বরিনি ৭৬তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করে দলকে সমতায় ফেরান। ৮৬তম মিনিটে পেনাল্টি থেকে ভেরোনার হয়ে জয়সূচক গোলটি করেন জামপাওলো পাস্সিনি।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন