শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে কাল মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত

প্রথমবারের মত অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ছুঁয়ে দেখার সুযোগ এসেছে জুনিয়র টাইগারদের সামনে। স্বপ্ন পূরণের লক্ষ্যে আগামীকাল ফাইনাল ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

এখন পর্যন্ত বিশ্বকাপের কোন আসরের ফাইনাল খেলতে পারেনি বাংলাদেশ। তবে ফাইনালে উঠার লক্ষ্য নিয়েই এবারের বিশ্বকাপের মিশন শুরু করে বাংলাদেশ।

যুব বিশ্বকাপের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে ৯ উইকেটের জয়ের ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন করে আকবর-হৃদয়রা। এরপর ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে কোয়ার্টারফাইনাল নিশ্চিত করে তারা। এরপর ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলদেশ।

১৯৯৮ আসরে প্রথমবার যুব বিশ্বকাপে খেলতে নামে বাংলাদেশ। চলতি বিশ্বকাপের আগ পর্যন্ত প্রত্যক আসরেই শেষ আট বা সেমিতে ওঠার লড়াইয়ে ছিটকে পড়ে তারা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল :

কবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তানিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরি নিপুন, তানজিদ হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আল, রাকিবুল হাসান ও হাসান মুরাদ।

আনন্দবাজার/ টি এস পি

আরও পড়ুনঃ  বিশ্বকাপ ফাইনালে খেলবেন বেনজেমা?

সংবাদটি শেয়ার করুন