ঢাকা | মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

একই রাতে ছিটকে গেল বার্সা-রিয়াল

স্পেনের দ্বিতীয় সেরা ঘরোয়া প্রতিযোগিতা কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। গেল রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদ বিপক্ষে ৪-৩ ব্যবধানে হেরে যায় জিনেদিন জিদানের দল। রাতের অপর ম্যাচে আথলেতিক বিলবাওয়ের মাঠে তাদের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরেছে কিকে সেতিয়েনের শিষ্যরা।

বরাবরের মতোই এ ম্যাচেও বল দখলে একচেটিয়া আধিপত্য করে বার্সা। তবে ম্যাচের যোগ করা সময়ে বুসকেটসের আত্মঘাতী গোলে বিদায় নিতে হয়েছে কাতালানদের।

এদিকে সান্তিয়াগো বার্নাব্যুতে ২২তম মিনিটে গোলরক্ষক আলফুঁস আরিওলার ভুলে প্রথম গোল হজম করে রিয়াল। বিরতির পর ৫৪তম মিনিটে রিয়ালের জালে আবার বল জড়ান ইসাক। এর ঠিক দুই মিনিট পর আরও এক গোল করে দলকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেন সুইডেনের এই ফরোয়ার্ড।

তবে ৫৯তম মিনিটে ব্যবধান কমান মার্সেলো। এর ১০ মিনিট পর ইসাকের ডিফেন্স চেরা পাসে আবার ব্যবধান বাড়ান মিকেল মেরিনো। ৭৯তম মিনিটে সোসিয়াদের জালে বল পাঠান ভিনিসিউস জুনিয়র। দুই মিনিট পর ভিনিসিউসের পাস থেকে ব্যবধান কমান বদলি নামা রদ্রিগো।

ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে করিম বেনজেমার পাস থেকে হেডে লক্ষ্যভেদ করে নাটকীয়তার ইঙ্গিত দেন নাচো ফের্নান্দেস। তবে শেষ সময়ে মরিয়া চেষ্টা করেও সমতাসূচক গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন