রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারালেও নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদের দৃঢ়তায় প্রথম সেশন শেষ করেছে স্বস্তিজনক ভাবেই। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের স্কোর ৯৫ রান ৩ উইকেট হারিয়ে।
টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে নামেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও অভিষিক্ত সাইফ হাসান। অভিষেকটা স্মরণীয় করতে পারেননি সাইফ। রানের খাতা খোলার আগেই ইনিংসের তৃতীয় বলে শাহীন শাহ আফ্রিদীর বলে আসাদ শফিকের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন সাইফ। এদিকে ৫ বলে ৩ রান করে মোহাম্মদ আব্বাসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তামিম। মাত্র ৩ রানেই দুই উইকেট হারায় বাংলাদেশ।
নাজমুল শান্ত এবং অধিনায়ক মুমিনুল হকের ৫৮ রানের জুটি সামাল দেয় প্রাথমিক বিপর্যয়। কিন্তু দলীয় ৬১ রানের মাথায় ৫৯ বলে ৩০ রান করে শাহীন শাহ আফ্রিদীর দ্বিতীয় শিকারে পরিণত হন মুমিনুল।
মুমিনুলের বিদায়ের পর শান্তর সঙ্গে জুটিবদ্ধ হয়ে হাল ধরেন দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। জুটিবদ্ধ হয়ে ৩৪ রান তুলে মধ্যাহ্নবিরতিতে গিয়েছেন শান্ত-রিয়াদ। ১০৪ বলে ৪৪ রানে ব্যাট করছেন শান্ত। এবং অপরপ্রান্তে ২৯ বলে ১৭ রানে ব্যাট করছেন রিয়াদ।
আনন্দবাজার/ টি এস পি