ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মুশফিকের সর্বোচ্চ বেতন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিবর্তীত বেতন কাঠামো অনুযায়ী সর্বোচ্চ আয় করবেন মুশফিকুর রহিম। বেতন-ভাতা নির্ধারণ করা হবে বিগত তিন বছরের পারফরম্যান্সের বিচারে প্রাপ্ত পয়েন্ট হিসাব করে।

জাতীয় দলের ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। টেস্ট ক্রিকেটের প্রতি ক্রিকেটারদের আরও বেশী আগ্রহী করতে টেস্ট ক্রিকেটের ম্যাচ ফি সাড়ে তিন লাখ টাকা থেকে বাড়িয়ে ৬ লাখ টাকা করা হয়েছে।

বিসিবির পরিকল্পনা অনুযায়ী, একজন ক্রিকেটার ২০১৭ সাল পর্যন্ত প্রতিটি টেস্টের জন্য পাবে ৮ পয়েন্ট। ২০১৮ ও ২০১৯ সাল পর্যন্ত যুক্ত হবে ১০ পয়েন্ট করে।

টেষ্টে এখন পর্যন্ত সবচেয়ে বেশি পয়েন্ট মুশফিকুর রহিমের (৫৭৪)। এছাড়া বাকি দুই ফরম্যাটে তার পয়েন্ট সবার থেকে বেশি (১১৭২)। টেষ্টে তামিমের পয়েন্ট ৪৭২ এবং মাহমুদউল্লাহর পয়েন্ট ৪১০। এছাড়া ওয়ানডে ও টি-টুয়েন্টি দুই ফরম্যাট মিলিয়ে তামিমের ১০৮৭ পয়েন্ট এবং মাহমুদউল্লাহর ১০৪৯ পয়েন্ট। সেই হিসেব অনুযায়ী মুশফিকের মাসিক বেতন হবে ৬ লাখ ২০ হাজার টাকা এবং তামিম ও মাহমুদউল্লাহ’র বেতন হবে ৬ লাখ টাকা।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন