ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পিএসএলেও বিপিএলের মতো একটি দলের মালিকানা নিয়ে নিচ্ছে বোর্ড

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে এক বিরল ঘটনার সাক্ষী হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বর্তমানে চট্টগ্রাম রয়্যালসের মালিকানায় রয়েছে বিসিবি। ঠিক একই পথে হেঁটে এবার পিএসএলের সাবেক চ্যাম্পিয়ন দল ‘মুলতান সুলতানস’-এর দায়িত্ব নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মালিকপক্ষের সঙ্গে তিক্ত বিরোধের জেরে এই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

মুলতান সুলতানসের মালিক আলি খান তারিনের সঙ্গে পিসিবির দ্বন্দ্ব দীর্ঘদিনের। সাম্প্রতিক সময়ে পিএসএল নিয়ে নেতিবাচক মন্তব্য করায় বোর্ড তাঁকে আইনি নোটিশ পাঠিয়ে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিল। ক্ষমা না চাইলে তাঁকে কালো তালিকাভুক্ত করার হুমকিও দেওয়া হয়। তবে সেই নোটিশকে তোয়াক্কা না করে ভিডিওতে তা ছিঁড়ে ফেলে বোর্ডকে চ্যালেঞ্জ জানান তারিন। পিসিবির দাবি, ১০ বছরের চুক্তির শর্ত ভঙ্গ করে বোর্ডকে জনসমক্ষে হেয় করেছেন তিনি।

তারিনের এমন অনমনীয় আচরণে শেষ পর্যন্ত তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় পিসিবি। বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি স্পষ্ট জানিয়েছেন, আগামী আসর থেকে মুলতান সুলতানস পরিচালিত হবে পিসিবির সরাসরি তত্ত্বাবধানে।

নাকভি আরও জানান, “দলটি পরিচালনার জন্য আগামী এক সপ্তাহের মধ্যেই একজন ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।” মূলত ফ্র্যাঞ্চাইজিটির ভবিষ্যৎ নিশ্চিত করতেই বোর্ড এই কঠোর পদক্ষেপ নিয়েছে। এর মাধ্যমে ক্রিকেটের জনপ্রিয় লিগগুলোতে বোর্ডের সরাসরি দল পরিচালনার এক নতুন অধ্যায় শুরু হলো।

সংবাদটি শেয়ার করুন