ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি দলগত র‍্যাঙ্কিং প্রকাশ-দেখুন বাংলাদেশের অবস্থান

 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পুরুষদের সর্বশেষ টি-টোয়েন্টি দলগত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে, ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটে নিজেদের রাজত্ব ধরে রেখেছে ভারত। অন্যদিকে, শীর্ষ দশে থাকলেও র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ।

শীর্ষে ভারত, চ্যালেঞ্জ জানাচ্ছে অস্ট্রেলিয়া
সবশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী, ২৭২ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে ভারত। ১৯,৩১২ পয়েন্ট নিয়ে তারা বাকি দলগুলোর চেয়ে বেশ এগিয়ে রয়েছে। ভারতের ঠিক পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ২৬৭ রেটিং পয়েন্ট নিয়ে তারা ভারতকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ২৫৮ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড।

পিছিয়ে পড়েছে পাকিস্তান, ৯ নম্বরে বাংলাদেশ
এক সময় টি-টোয়েন্টিতে দাপট দেখানো পাকিস্তান বর্তমানে র‍্যাঙ্কিংয়ের ৭ নম্বরে নেমে এসেছে। তাদের রেটিং পয়েন্ট ২৩৫। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা (২৪০ রেটিং) ও ওয়েস্ট ইন্ডিজ (২৩৬ রেটিং) যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে।

বাংলাদেশ দল বর্তমানে ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার ৯ নম্বরে অবস্থান করছে। শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের রেটিংয়ের ব্যবধান মাত্র ৫ পয়েন্টের। বাংলাদেশের ঠিক ওপরে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ২২৮।

এক নজরে শীর্ষ ৯ টি-টোয়েন্টি দল:

অবস্থানদলপয়েন্টরেটিং
ভারত১৯,৩১২২৭২
অস্ট্রেলিয়া১১,১৯৯২৬৭
ইংল্যান্ড১১,৬০৯২৫৮
নিউজিল্যান্ড১৩,৩১৮২৫১
দক্ষিণ আফ্রিকা১২,৭৩৯২৪০
ওয়েস্ট ইন্ডিজ১৪,৪২৪২৩৬
পাকিস্তান১৭,১৪৯২৩৫
শ্রীলঙ্কা১০,৯৫১২২৮
বাংলাদেশ১৪,৯২৫২২৩

র‍্যাঙ্কিংয়ের এই অবস্থান আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজের বাছাইপর্বে দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন