ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসির ৫০০তম জয়

বার্সেলোনার জার্সিতে সেই ২০০৪ সালে অভিষেক হয় লিওনেল মেসির। কাতালান ক্লাবটির হয়ে ৭১০ বার মাঠে নেমেছেন তিনি, যার মধ্যে ৬২৮টি ম্যাচে ছিলেন মূল একাদশে। ফুটবল ইতিহাসের ১৬টি বছরে গোল করেছেন ৬২২টি আর করিয়েছেন ২৪৪টি গোল।

গতকাল রাতে ন্যু ক্যাম্পে স্প্যানিশ কাপের শেষ ষোলোতে লেগানেসকে ৫-০ গোলে হারিয়েছে বার্সা। এরই মধ্যদিয়ে নিজের ক্যারিয়ারে ৫০০তম জয়টি তুলে নেন ৩২ বছর বয়সী মেসি। স্প্যানিশ ফুটবলের ইতিহাসে আর কোনো খেলোয়াড় এমন কীর্তি অর্জন করতে পারে নি।

লেগানেসের বিপক্ষে ম্যাচের চতুর্থ তম মিনিটেই বার্সাকে এগিয়ে দেন গ্রিজম্যান। এরপর ২৭তম মিনিটে মেসির কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেনফরাসি ডিফেন্ডার লংলে।

এরপর দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন মেসি। ৫৯তম মিনিটে ডি-বক্সে ঢুকে নিচু শটে বল জালে পাঠান তিনি। ম্যাচের ৭২তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন ব্রাজিলের মিডফিল্ডার আর্থুর।

এদিকে ৮৯তম মিনিটে লেগানেস শিবিরে শেষ পেরেকটি ঠুকেন ষষ্ঠবারের মতো ব্যালন ডি অর জয়ী তারকা মেসি। এতে করে বড় জয় নিয়ে মাঠ ছাড়েন কিকে সেতিয়েনের শিষ্যরা।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন