বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম) আয়োজন করেছিল এক প্রীতি ফুটসাল ম্যাচ। টানটান উত্তেজনায় মুখোমুখি হওয়া ম্যাচে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া’র জয়সূচক গোলের সুবাদে সবুজ দল চ্যাম্পিয়ন হয়ে গৌরব অর্জন করে।
মালয়েশিয়ার আমপাং পার্কে সোমবার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত এই ম্যাচে লাল দলকে নেতৃত্ব দেন গালিব এবং সবুজ দলকে নেতৃত্ব দেন আসিফ। মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত মেধাবী ফুটবলাররা অংশ নেন।
নিয়মিত সময়ে ২–২ গোলে সমতা থাকায় ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়ে জামাল ভূঁইয়া এক দৃষ্টিনন্দন গোল করে সবুজ দলকে ৩–২ ব্যবধানে জয়ী করেন। অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন হুজাইফা, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জামাল ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসওএম-এর উপদেষ্টা প্রফেসর ড. আসিফ মাহবুব করিম, ড. মোহাম্মদ শরিফুল ইসলাম, ব্যবসায়ী জসিম উদ্দিন ও সাহাব উদ্দিন (সিআইপি)।
ম্যাচ শেষে জামাল ভূঁইয়া বলেন, “মালয়েশিয়ায় এসে বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে খেলতে পেরে আমি আনন্দিত। এই ধরনের আয়োজন প্রবাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিএসওএম সভাপতি আসাদুল্লাহ আল গালীব, সাধারণ সম্পাদক আদীব, সহ-সভাপতি আসিফ রহমান, সাকিব মিয়া ও নিসাদ তাবাসসুমের সমন্বয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। ইভেন্টটির পৃষ্ঠপোষকতা করেন লিজেন্ড গ্লোবাল, আর ফুড পার্টনার হিসেবে ছিল মৈত্রী এসডিএন বিএইচডি।
উল্লেখ্য, ২০১৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম) দীর্ঘ এক দশক ধরে প্রবাসে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।




