সামাজিক যোগাযোগমাধ্যম এর প্রথম ব্যক্তি হিসেবে ২০ কোটি ফলোয়ারের ইতিহাস সৃষ্টি করলেন পর্তুগীজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ২০ কোটি বা ২০০ মিলিয়ন পূর্ণ হয়েছে জুভেন্টাসের এই ফরোয়ার্ডের।
ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যার দিক থেকে মার্কিন সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্র্যান্ডে, সেলেনা গোমেজ, বিয়ন্সে নোয়েলস, হলিউড সুপারস্টার ডোয়াইন জনসনের মতো বড় তারকাদের চেয়ে অনেক এগিয়ে আছেন রোনালদো। ফুটবলারদের মধ্যে লিওনেল মেসি বা নেইমাররাও রোনালদোর ধারে কাছে নেই।
অনুসারীর সংখ্যার দিক থেকে রোনালদোর সামনে আছে শুধুমাত্র ইন্সটাগ্রামের অফিসিয়াল অ্যাকাউন্ট। জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটির অ্যাকাউন্টের ফলোয়ার ৩৩ কোটি।
বিশাল পরিমাণ এই অনুসারী থেকে রোনালদোর আয়ের পরিমাণও নেহায়েত কম নয়। ইনস্টাগ্রামের বিপণন প্রতিষ্ঠান হপার এইচকিউ’র তথ্য অনুযায়ী, প্রতিটি পোস্টের জন্য প্রায় ৯ লাখ ইউরো আয় করেন রোনালদো যা বাংলাদেশি টাকায় প্রায় ৮৪ কোটি টাকা।
আনন্দবাজার/ডব্লিউ এস