ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বার্সেলোনার দিকে সৌদি যুবরাজের নজর: ১০ বিলিয়ন ইউরোর মেগা ডিল

বিশ্ব ক্রীড়াঙ্গনে প্রভাব বিস্তারে সৌদি আরব যে উচ্চাভিলাষী, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। ইউরোপীয় ফুটবলে বড় বিনিয়োগ, তারকা খেলোয়াড়দের দলে টানা সবকিছুর পর এবার আলোচনার কেন্দ্রে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। স্প্যানিশ গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ক্লাবটির মালিকানা পেতে রেকর্ড ১০ বিলিয়ন ইউরো বিনিয়োগে আগ্রহী সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

বর্তমানে আর্থিক টানাপোড়েন বার্সেলোনার নিত্যসঙ্গী। ক্লাবটির মোট ঋণ দাঁড়িয়েছে প্রায় ২.৫ বিলিয়ন ইউরোতে। এই অবস্থায় সৌদি যুবরাজের প্রস্তাব বাস্তবায়িত হলে এক লাফে সব ঋণ শোধ করে আবারও আর্থিকভাবে শক্ত ভিত পেতে পারে কাতালানরা। তবে এর বিনিময়ে ক্লাবের পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাওয়ার শঙ্কাও রয়েছে।

এর আগে নিউক্যাসল ইউনাইটেড অধিগ্রহণ কিংবা সৌদি প্রো লিগে রোনালদো-নেইমারদের মতো তারকাদের ভেড়ানো, সব মিলিয়ে ক্রীড়াঙ্গনে সৌদি উপস্থিতি দিন দিন আরও দৃশ্যমান হচ্ছে। সেই ধারাবাহিকতায় বার্সেলোনার মতো ঐতিহ্যবাহী ক্লাবের দিকে নজর পড়া স্বাভাবিক বলেই মনে করছেন বিশ্লেষকরা।

তবে এখানেই সবচেয়ে বড় প্রশ্ন বার্সেলোনা কি আদৌ কেনা সম্ভব? ক্লাবটি কোনো ব্যক্তি বা করপোরেট মালিকানাধীন প্রতিষ্ঠান নয়। রিয়াল মাদ্রিদের মতো বার্সেলোনাও পরিচালিত হয় ‘সোসিও’ বা সদস্যভিত্তিক কাঠামোতে, যেখানে প্রশাসনিক ক্ষমতা ও ভোটাধিকার সদস্যদের হাতেই থাকে।

এই গঠনতান্ত্রিক কাঠামোর কারণে বর্তমান নিয়মে কোনো বিদেশি ব্যক্তি বা সংস্থার হাতে ক্লাবের পূর্ণ মালিকানা হস্তান্তর প্রায় অসম্ভব। ফলে ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব যতই চমকপ্রদ হোক না কেন, আইনি ও সাংগঠনিক বাধা না পেরোলে বার্সেলোনার নিয়ন্ত্রণ সৌদি যুবরাজের হাতে যাওয়া আপাতত কাগজেই সীমাবদ্ধ থাকার সম্ভাবনাই বেশি।

সংবাদটি শেয়ার করুন