ম্যাচজুড়ে সেট-পিসে আধিপত্য দেখিয়ে মিশরের ক্লাব পিরামিডসকে ২-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো। দুই ডিফেন্ডারের হেডে আসা গোলেই ‘চ্যালেঞ্জার কাপ’ সেমিফাইনাল জিতে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল নিশ্চিত করে লাতিন জায়ান্টরা।
শনিবার অনুষ্ঠিত সেমিফাইনালে ফিলিপে লুইসের শিষ্যরা দুটি গোলই আদায় করে ফ্রি কিক থেকে। ২৪তম মিনিটে সেট-পিস থেকে উড়ে আসা বল সবার ওপরে উঠে হেডে জালে পাঠান লিও পেরেইরা। বিরতির পর ৫২তম মিনিটে আরেকটি ফ্রি কিক থেকেই হেডে ব্যবধান বাড়ান দানিলো।
এর আগে ‘ডার্বি অব আমেরিকাস’খ্যাত ম্যাচে গত বুধবার কনক্যাকাফ চ্যাম্পিয়ন মেক্সিকোর ক্রুজ আজুলকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে ওঠে কোপা লিবের্তাদোরেস চ্যাম্পিয়ন ফ্ল্যামেঙ্গো।
আতলেতিকো মাদ্রিদ ও চেলসির সাবেক ডিফেন্ডার ফিলিপে লুইসের কোচিংয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছে ক্লাবটি। ২০২৪ সালের অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক সাফল্য এনে দিয়েছেন তিনি, ইতোমধ্যে জিতেছেন পাঁচটি শিরোপা।
ছয় কনফেডারেশনের চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত ইন্টারকন্টিনেন্টাল কাপের দ্বিতীয় আসরের শিরোপা নির্ধারণী ম্যাচ বসছে আগামী বুধবার। সেই মহারণে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে ষষ্ঠ ট্রফির লক্ষ্যে মাঠে নামবে ফ্ল্যামেঙ্গো।




