ঢাকা | সোমবার
১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গিলক্রিস্টের রেকর্ড ভাঙ্গলেন ডি কক

বর্তমান ক্রিকেটে জনপ্রিয় তারকা উইকেটরক্ষক দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। ইতোমধ্যে উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়িয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। ১৪৩ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম ম্যাচ খেলে ২০০ ডিসমিসালের মাইলফলক ছুঁয়েছেন ডি কক।

এ যাত্রায় তিনি পেছনে ফেলেছেন বিশ্বের সেরা অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্টের রেকর্ডকে। ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে উইকেটের পেছনে দাঁড়িয়ে ৩টি ক্যাচ নেন ডি কক। এরপর দ্বিতীয় ইনিংসে আরো ৪টি ক্যাচ নেন তিনি। এর মধ্যে দিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ২০০ ডিসমিসালের মালিক হন দক্ষিণ আফ্রিকার এই উইকেটরক্ষক।

প্রোটিয়াদের ২৮ বছর বয়সী উইকেটরক্ষক মাত্র ৪৫ ম্যাচেই এই মাইলফলক স্পর্শ করেন। এর আগে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট যা ছুঁয়েছিলেন ৪৭ ম্যাচে। এতোদিন সেটাই ছিল টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম, তবে সেটাকে পেছনে ফেলে ডি কক গড়লেন নতুন রেকর্ড।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন