ঢাকা | শুক্রবার
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট কেড়ে নেওয়া হলো দক্ষিন আফ্রিকার

প্রথমবারের মতো এমন পরিস্থিতির মুখে পড়লো দক্ষিণ আফ্রিকা। স্লো ওভাররেটের কারণে জরিমানা তো হলোই, টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্টও কেড়ে নেওয়া হলো দক্ষিন আফ্রিকার।

দক্ষিণ আফ্রিকা ওয়ান্ডারার্সে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে স্লো ওভাররেটের ফাঁদে পড়েছে । এতে ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা করা হয়েছে দলটির, সেই সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল্যবান ৬টি পয়েন্ট কেড়ে নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে এমন শাস্তির কথা। চতুর্থ টেস্টে ইংল্যান্ড ১৯১ রানের বড় জয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছে। ওই টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা নির্ধারিত সময়ে তিন ওভার পিছিয়ে ছিল বলে জানিয়েছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।

আরও পড়ুন : মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের ৫ জন

অনফিল্ড আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড এবং জোয়েল উইলসন, থার্ড আম্পায়ার রড টাকার এবং ফোর্থ আম্পায়ার আল্লাদিয়েন পালেকার এই স্লো ওভাররেটের বিষয়টি রিপোর্ট করেছেন।

ইতমধ্যে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। তাই নতুন করে কোনো শুনানির প্রয়োজন পড়েনি। আইসিসির নিয়ম অনুযায়ী প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ২০ ভাগ জরিমানা করার বিধান রয়েছে। তিন ওভারে তাই দক্ষিণ আফ্রিকা দলের খেলোয়াড়দের জরিমানা হয়েছে ৬০ ভাগ।

আনন্দবাজার/এইচ.এস.কে 

সংবাদটি শেয়ার করুন