ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মাঠে নায়ক, বিশ্বকাপ অনিশ্চিত?

বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের সুপারস্টার নেইমার আবারও আলোচনায়। বিশ্বকাপ শুরুর মাত্র ছয় মাস বাকি থাকা সত্ত্বেও অস্ত্রপাচারের সিদ্ধান্ত নিলেন তিনি। গত কয়েক আসরে ব্রাজিলের মধ্যমণি হয়ে থাকা নেইমারের এমন সিদ্ধান্ত, ২০২৬ বিশ্বকাপে খেলাকে অনিশ্চিত করে তুলেছে।

আজ সকালে লিগের শেষ ম্যাচ খেলল নেইমারের ক্লাব সান্তোস । ক্রুজেইরোর বিরুদ্ধে ৩–০ ব্যবধানে জয় তুলে দলটি শুধু অবনমন এড়ায়নি, পাশাপাশি নিশ্চিত করল কোপা সুদামেরিকানায় খেলার যোগ্যতা। ম্যাচের পরেই নেইমার জানান নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা।

গত ২৫ নভেম্বর নেইমার হাঁটুর মেনিসকাসে চোট পান। তবু চোট নিয়েই মাঠে নেমে দলকে বাঁচানোর লড়াই চালিয়েছেন। শেষ কয়েক ম্যাচে তার ৫ গোল এবং ১টি অ্যাসিস্ট সান্তোসকে অবনমন এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু এই চোটের কারণে এখন তাকে অস্ত্রোপচার করাতে হচ্ছে।

ক্রুজেইরোকে হারানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপে নেইমার বলেন, “এখন আমাকে হাঁটুর সার্জারি করাতে হবে। তার পরে লম্বা বিশ্রাম দরকার। বিশ্বকাপ শুরু হতে মাত্র ছয় মাস বাকি, তাই জাতীয় দলে ফেরার ব্যাপারে নতুন শঙ্কা তৈরি হয়েছে।”

সান্তোসে খেলতে এসে নিজেকে উজাড় করে দিয়েছেন নেইমার। তিনি আরও বলেন, “আমি এখানে এসেছিলাম শুধু সাহায্য করার জন্য। গত কয়েক সপ্তাহ ছিল খুব কঠিন। যারা পাশে থেকেছেন, তাদের ধন্যবাদ—তারা না থাকলে এই চোটের মধ্যেও এমন পারফরম্যান্স সম্ভব হতো না। এখন অস্ত্রপাচারেরে আগে বিশ্রাম জরুরি।”

তাঁর সার্জারি বা রিহ্যাব সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি নেইমার। ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গুরুতর চোট পাওয়ার পর থেকে তিনি জাতীয় দলে ফিরতে পারেননি। গত অক্টোবরেই ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট করেছিলেন, দলে ফেরার জন্য নেইমারকে ১০০% ফিট থাকতে হবে। বিশ্বকাপ ড্র অনুষ্ঠানের পরও সেই কথা বলেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন