ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফুটবল বিশ্বকাপঃ ফিফা সভাপতি চাইলেন ক্ষমা!

শুক্রবার ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয় ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। কে কবে কার বিপক্ষে কোথায় কখন খেলবে তা নির্ধারণ হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। গত আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি গ্লাভস হাতে বিশ্বকাপ ট্রফি নিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত হলেই সমালোচনার শুরু হয়।

নিয়ম অনুযায়ী বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ও কোচ খালি হাতেই ট্রফি স্পর্শ করতে পারেন। কিন্তু স্কালোনিকে গ্লাভস হাতে দেখা যায়। এ নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয় সমালোচনা। এই ঘটনার পর শনিবার টুর্নামেন্টের সূচি ঘোষণার করার সময়  ফিফার সভাপতি আর্জেনটাইন কোচের কাছে ক্ষমা চান। স্কালোনিকে গ্লাভস পড়তে হয়েছে সে বিষয়টি সম্পর্কে জানতেন না বলে জানান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ইনফান্তিনো তার বক্ত্যবে বলেন, ‘আমি ফিফার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, বিষয়টি জানতাম না। অবশ্যই বিশ্ব চ্যাম্পিয়নরা কাপ স্পর্শ করতে পারবেন। আমি ক্ষমা চাচ্ছি, কারণ আমি তা জানতাম না।’

এরপর তিনি স্কালোনির সাথে খুনসুটি করে বলেন ‘কি অপমানজনক বিষয়! আসলে আপনি বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রতিদিনই ক্রমশ তরুণ হয়ে উঠছেন।’

সংবাদটি শেয়ার করুন