জয়পুরহাটে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানরত- জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বৃহস্পতিবার প্রথম সেমিফাইনাল খেলায়- জয়পুরহাট পৌরসভা ফুটবল একাদশ জয়লাভ করেছে।
তারা আক্কেলপুর উপজেলা ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করেছে।

আগামীকাল (শুক্রবার) বিকালে এ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায়- জয়পুরহাট সদর উপজেলা ফুটবল একাদশ ও পাঁচবিবি উপজেলা ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে।

আগামী ১৫আগস্ট এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ৩১জুলাই জেলার তিন পৌরসভা ও পাঁচ উপজেলার মোট ৮টি ফুটবল দল নিয়ে এ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল।




