শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বার্সাকে টপকে শীর্ষে রিয়াল

স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ। রিয়াল ভায়াদোলিদকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনা কে পিছনে ফেলে শীর্ষে উঠে গিয়েছে জিদানের শিষ্যরা।

রবিবার এস্তাদিও মিউনিসিপাল হোসে জোরিয়াতে মাদ্রদিদের হয়ে একমাত্র গোলটি করেন স্প্যানিশ ডিফেন্ডার নাচো ফার্নান্দেজ।

বার্সেলোনার শেষ ম্যাচে তারা ভ্যালেন্সিয়ার কাছে ২-০ ব্যবধানে হেরে যায়। যার ফলে রিয়াল এর সামনে সুযোগ আসে শীর্ষে ওঠার। সেই সুযোগকে দারুণভাবেই কাজে লাগিয়েই পয়েন্ট টেবিলে শীর্ষে এখন জিদানের শিষ্যরা।

আরও পড়ুন : বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্ট হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত

খুব ভাল খেলে দর্শকের মন ভরাতে না পারলেও ৭৮ মিনিটে নাচো ফার্নান্দেজ এর গোলে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় রিয়াল মাদ্রিদ।

২১ ম্যাচ শেষে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল এবং দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪৩। দিনের অন্য ম্যাচে লেগানেসের বিপক্ষে গোলশূণ্য ড্র করে পাঁচে নেমে গেছে অ্যাথলেটিকো মাদ্রিদ।

আনন্দবাজার/এস.কে

আরও পড়ুনঃ  শুধু লেভানদোভস্কিকে নিয়ে ‘ভাবছে না’ বার্সা

সংবাদটি শেয়ার করুন