তিন ম্যাচের টি-টোয়েন্টি ফরম্যাট সিরিজে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশের মুখে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চলমান টি-টোয়েন্টিতে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে টাইগাররা।
তাই আগামীকালের (২৭ জানুয়ারি) ম্যাচের আগে চোখ রাঙাচ্ছে হোয়াইটওয়াশের দুশ্চিন্তা। সোমবার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে হারলেই হোয়াইটওয়াশ হবে মাহমুদুল্লাহর নেতৃত্বাধীন বাংলাদেশ।
তিন ম্যাচের টি-টোয়েন্টি ফরম্যাট সিরিজে নিজেদের ইতিহাসে দুই বার হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। ২০১৭ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার হোয়াইটওয়াশ হয় মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন বাংলাদেশ। যেখানে বাংলাদেশের পরাজয়ের ব্যবধান ছিল ৬ উইকেট, ৪৭ রান ও ২৭ রানে।
এরপর ২০১৮ সালের আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজে দ্বিতীয়বার হোয়াইটওয়াশ হয় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ। সে সময় ৪৫ রান, ৬ উইকেটে ও ১ রানের ব্যবধানে লজ্জায় ডুবে টাইগাররা।
আনন্দবাজার/এম.কে