লা লিগায় ভ্যালেন্সিয়ার জয়ে পয়েন্ট হারাল বার্সেলোনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে ভ্যালেন্সিয়া। এই হারেই পয়েন্ট হারিয়ে লিগের শীর্ষস্থান নিয়ে শঙ্কায় পড়েছে কাতালানরা।
ভ্যালেন্সিয়ার মাঠ থেকে ১৩ বছর পর পয়েন্ট না নিয়ে ফিরল বার্সেলোনা। নতুন কোচের হাত ধরে প্রথম দুই ম্যাচেই জয় পাওয়ায় বার্সা সমর্থকদের মনে আশা জেগেছিল আগের আগ্রাসীরূপে বার্সাকে ফিরে পাবার। তবে তৃতীয় ম্যাচের পরই সব আশায় গুড়ে বালি বার্সা সমর্থকদের। শনিবারের ম্যাচে বার্সার ধার বিহীন আক্রমণ এবং নড়বড়ে রক্ষণ বিগত দুই ম্যাচের পুরো বিপরীত ছিল।
ভ্যালেন্সিয়ার ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে প্রথমার্ধ ছিল গোলশূন্য। স্বাগতিকরা এগিয়ে যায় দ্বিতীয়ার্ধের শুরুতেই। ম্যাক্সিমিলানো গোমেজের শট, বার্সা ডিফেন্ডার জর্ডি আলাবার গায়ে লেগে জড়ায় জালে। গোল শোধে একের পর এক আক্রমণ করে বার্সেলোনা। তবে ৭৭ মিনিটে আবার গোল হজম করে কাতালানরা।
হারের পরও লীগে শীর্ষ স্থান ধরে রেখেছে বার্সেলোনা। তবে এই হারের পর বার্সা ও রিয়াল এর পয়েন্ট সমান। তবে রিয়াল মাদ্রিদ এক ম্যাচ কম খেলেছে।
আনন্দবাজার/এস.কে