ঢাকা | বৃহস্পতিবার
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে অনুর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল-২০২৫ : বুড়িগঙ্গা দল চ্যাম্পিয়ন

বাংলাদেশ টেস্ট ক্রিকেট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে- জয়পুরহাটে অনুর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায়- জয়পুরহাট জেলা স্টেডিয়ামে এ ক্রিকেট কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন- জেলার ডেপুটি কমিশনার আফরোজা আকতার চৌধুরী।

জেলা ক্রীড়া কর্মকর্তা- গৌতম কুমার সরকারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে- অতিরিক্ত ডেপুটি কমিশনার সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম খান ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদ উপস্থিত ছিলেন।

এতে মোট ১০টি বিদ্যালয়ের ৪৮ জন খেলোয়াড় ৬টি দলে এ কার্নিভালের ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

বিকালে এই ৬ দলের মধ্যে ফাইনাল খেলায়- বুড়িগঙ্গা দল ৭২ রানে পদ্মা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ।

সংবাদটি শেয়ার করুন