শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আজও পাকিস্তানকে বড় টার্গেট দিতে পারেনি টাইগাররা

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১৩৭ রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান।

এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শুরুতেই চাপে পড়ে টাইগার বাহিনী। নাঈম, মেহেদির পর সাজঘরে ফিরে লিটন দাস।

দ্রুত তিন উইকেট পতনের পর কিছুটা প্রতিরোধ গড়েছিল তামিম ইকবাল ও আফিফ হোসেন। কিন্ত মোহম্মদ হোসাইনের বলে ক্যাচ দিয়ে ফিরে যান আফিফ। এরপরই আগের ম্যাচের মতো রান আউটে কাটা পড়েন তামিম ইকবাল। দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন তামিম।

১৯তম ওভারে প্রথম বলে হ্যারিচ রউফের বলে বোল্ড হন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর দুই অপরাজিত ব্যাটসম্যান সৌম্য সরকারের ৫ ও আমিনুল ইসলামের ৮ রানের সুবাদে ১৩৬ রানে থামে বাংলাদেশের ইনিংস।

আনন্দবাজার/ টি এস পি

আরও পড়ুনঃ  ৩৮ বলে শেষ ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা

সংবাদটি শেয়ার করুন