রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

টসে জিতে ব্যাটিং নিল বাংলাদেশ

সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই এমন এক ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নামল বাংলাদেশ দল। ইতিমধ্যে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ দল।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে বাবর আজমের পাকিস্তান আগে বোলিং করছে। বহুল প্রতীক্ষিত এই লড়াই শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়। একই ভেন্যুতে সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে ২৭ জানুয়ারি।

সিরিজ শেষে আগামী ২৮ জানুয়ারি দেশে ফিরবে টিম বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ:

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, মোহাম্মদ নাইম শেখ, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।

পাকিস্তান একাদশ:

বাবর আজম (অধিনায়ক), আহসান আলি, মোহাম্মদ হাফিজ, ইফতেখার আহমেদ, শোয়েব মালিক, শাদাব খান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন।

আনন্দবাজার/এস.কে

আরও পড়ুনঃ  কাল শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা

সংবাদটি শেয়ার করুন