ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘৫ লাখ’ রান করে রেকর্ড গড়লো ইংল্যান্ড

ইতিহাসে প্রথম ও একমাত্র দল হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ লাখ রান পূর্ণ করার রেকর্ড গড়েছে ইংল্যান্ড। গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই কীর্তি গড়ে ইংলিশ ক্রিকেটাররা।

সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে নিজেদের ১০২২তম টেস্ট ম্যাচ খেলতে নামে ইংল্যান্ড। আর এই টেস্টের প্রথম দিনেই ব্যাট করতে নেমে ৫ লাখ রানের মাইলস্টোন স্পর্শ করে জো রুটের দল।

ইংল্যান্ডের পরই রয়েছে অস্ট্রেলিয়ার অবস্থান। যেখানে অজিদের টেস্ট রান সংখ্যা ৪৩২,৭০৯। এরপরই যথাক্রমে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নিউজিল্যান্ডের অবস্থান।

এদিকে বাংলাদেশে কেবল মাত্র ৫০ হাজার রান পেরিয়ে লাখের ঘর ছোঁয়ার অপেক্ষায় রয়েছে। এখন পর্যন্ত টেস্টে টাইগারদের সংগ্রহ ৫৩,১১৫ রান।

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকারী দলঃ

  • ইংল্যান্ড: ১০২২* ম্যাচ খেলে ৫০০,০০৬ রান।
  • অস্ট্রেলিয়া: ৮৩০ ম্যাচ খেলে ৪৩২,৭০৬ রান।
  • ভারত: ৫৪০ ম্যাচ খেলে  ২৭৩, ৫১৮ রান।
  • ওয়েস্ট ইন্ডিজ: ৫৪৫ ম্যাচ খেলে ২৭০,৪৪১ রান।
  • দক্ষিণ আফ্রিকা: ৪৩৯* ম্যাচ খেলে ২১৬,৪৫২ রান।
  • পাকিস্তান: ৪২৭ ম্যাচ খেলে ২০৯,৮৬৯ রান।
  • নিউজিল্যান্ড: ৪৪০ ম্যাচ খেলে ২০৪, ১৭২ রান।
  • শ্রীলঙ্কা: ২৮৮ ম্যাচ খেলে ১৪৫,২১৮ রান।
  • বাংলাদেশ: ১১৭ ম্যাচ খেলে ৫৩,১১৫ রান।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন