ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির সমাবেশে যোগ দিলেন তামিম

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে শুরু হয়েছে বিএনপির তারুণ্যের সমাবেশ। এতে উপস্থিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিএনপির তিন অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এই সমাবেশ আয়োজন করেছে।

দুপুর ১২টার পর থেকেই চট্টগ্রাম বিভাগের ১১ জেলার নেতা-কর্মীরা পলোগ্রাউন্ড মাঠে আসতে শুরু করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করছেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিবেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন।

সংবাদটি শেয়ার করুন