দখলদার ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের সমর্থন করে এর আগেও আলোচনায় এসেছিলেন হামজা চৌধুরী। পবিত্র ঈদুল ফিতরেও মধ্যপ্রাচ্যের দেশটিকে ভুলেননি বাংলাদেশি বংশোদ্ভূত এই প্রবাসী তারকা ফুটবলার।
ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে তিনটি ছবি পোস্ট করেছেন হামজা। সেখানে দেখা যাচ্ছে, বাঁ হাতে একটি ব্রেসলেট পরে আছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। কালো ফিতার ব্রেসলেটটিতে লকেট আকারের ফিলিস্তিনের ছোট পতাকা যুক্ত আছে। এটা যে গাজায় ইসরাইল হামলার প্রতি হামজার প্রতিবাদ তা বলার অপেক্ষা রাখে না।
এর আগে ঈদ শুভেচ্ছা জানাতে গিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক ভিডিও বার্তায় হামজা বলেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার মঙ্গল করুন। ইনশাআল্লাহ আপনাদের সবার সঙ্গে শিগগিরই দেখা হবে।’