ঢাকা | মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

অনুষ্ঠিত হলো জিপিএইচ এর দশম গলফ টুর্নামেন্ট

দেশের শীর্ষস্থানীয় স্টিল রড নির্মাতা জিপিএইচ ইস্পাত লিমিটেড আয়োজিত ১০ম জিপিএইচ গলফ টুর্নামেন্ট ২০২৫ চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব (বিজিসিসি)-এ অনুষ্ঠিত হয়েছে। গলফিং ও স্পোর্টসম্যানশিপ-এর এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের খ্যাতনামা গলফার, ব্যবসায়ী নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব-এর প্রেসিডেন্ট মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ ইনফ্যান্ট্রি ডিভিশন, এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং জিপিএইচ ইস্পাত লিমিটেড-এর খেলাধুলর উন্নয়ন ও সামাজিক উদ্যোগের প্রশংসা করেন। এসময় জিপিএইচ-এর বোর্ড অব ডিরেক্টর, ও উনাদের পরিবারবর্গ এবং জিপিএইচ-এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান বলেন, “স্টিল খাতে জিপিএইচ ইস্পাত বিশ্বমানের রিবার তৈরি করেছে। একইসাথে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জিপিএইচ এক দশক ধরে টুর্নামেন্ট স্পন্সর করছে, এটা প্রশংসনীয়।”

বিশেষ অতিথি জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদ আলমাস শিমুল অতিথিদের স্বাগত জানিয়ে খেলাধুলার প্রসার ও সামাজিক সম্পৃক্ততায় জিপিএইচ-এর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি জিপিএইচ-এর তৃণমূল ট্রেডিং থেকে সততার সাথে শিল্পোদ্যোক্তা হয়ে বিশ্বসেরা গুণ ও মানের কোয়ান্টাম ইলেকট্রিক ফার্নেস প্রতিষ্ঠার ক্রমিক ইতিহাস তুলে ধরেন। এছাড়া তিনি চীনে বিলেট রপ্তানি করা, অতীতে জার্মানীর এক্সিবিশন স্টলে বাংলাদেশের পতাকা উড্ডীন করে দেশের মর্যাদা সমুন্নত করার কথা বলেন। একইসাথে তিনি আগামীতে নতুন ভৌত অবকাঠামোগত নতুন বাংলাদেশ সৃষ্টির ঘোষণা দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং তাদের পারফরম্যান্স ও স্পোর্টসম্যানশিপ-এর প্রশংসা করেন। এই আয়োজন জিপিএইচ গলফ টুর্নামেন্ট-এর ঐতিহ্য বজায় রেখে গলফিং কমিউনিটিতে তাদের সুনাম আরও দৃঢ় করেছে। টুর্নামেন্টের শেষে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

জিপিএইচ ইস্পাত ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজনে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

সংবাদটি শেয়ার করুন