কিট স্পন্সর হিসেবে দেশি স্পোর্টসওয়্যার ব্র্যান্ড ‘দৌড়’ কে বেছে নিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দুই বছরের জন্য হচ্ছে চুক্তি, তবে এক বছর পর করা হবে পর্যালোচনা। প্রতিবছর পুরুষ, নারী ও বয়সভিত্তিক দলকে ম্যাচ, অনুশীলন এবং ট্রাভেল কিট দেবে দৌড়। ফেডারেশনের মার্কেটিং কমিটির চেয়ারম্যানস ফাহাদ করিম জানিয়েছেন, লভ্যাংশ নিয়েও চলছে আলোচনা।
দীর্ঘ বিরতির পর কিট স্পন্সর যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশের ফুটবল। দেশি না কি বিদেশি, সেই দ্বিধা কাটিয়ে বাংলাদেশের ব্র্যান্ড দৌড়কে বেছে নিয়েছে বাফুফে।
বছরজুড়ে বাংলাদেশের পুরুষ, নারী ও বয়সভিত্তিক দলকে ম্যাচ ও অনুশীলন জার্সিসহ পুরো কিট সেট দেবে দৌড়। প্রায় কোটি টাকা সাশ্রয় হবে ফুটবল ফেডারেশনের। আছে আয়ের সুযোগ, জার্সি বিক্রির লভ্যাংশের একটি অংশ প্রাপ্তি নিয়ে চলছে আলোচনা। চুক্তি দু’বছরের, তবে এক বছর পর হবে পর্যালোচনা।
দেশের ফুটবলে যুক্ত হওয়ার তাড়না থেকে এখন কিট স্পন্সর দৌড়। বাংলাদেশের মেইড ইন বাংলাদেশ জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় হামজা চৌধুরীও। আর পার্টনার বৃদ্ধির মাধ্যমে প্রতিশ্রুতি রাখতে শুরু করলেন মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। সামনে আরও প্রতিষ্ঠান যুক্ত হবে বিভিন্ন ক্ষেত্রে।
ফুটবল ফেডারেশনের নিজেদেরও জার্সি শপ চালুর পরিকল্পনা আছে। এছাড়া, বিভিন্ন ব্র্যান্ড আউটলেটেও করতে চান আলাদা কর্নার।