ঢাকা | শনিবার
৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তাসকিনের ৭ উইকেট, মুস্তাফিজের কারণে হল না বিশ্ব রেকর্ড

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স প্রদর্শন করে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ৭ উইকেট নেয়ার গৌরব অর্জন করেছেন। তবে বিশ্ব রেকর্ড গড়া থেকে মাত্র এক ধাপ দূরে থেকে থামতে হয়েছে তাকে। শেষ বলে মুস্তাফিজুর রহমানকে আউট করতে না পারায় ১৯ রানে ৭ উইকেট নিয়ে ইনিংস শেষ করেন তাসকিন।

টি-টোয়েন্টি ইতিহাসে সেরা বোলিং ফিগারের বিশ্ব রেকর্ডটি এখন মালয়েশিয়ার সিয়াজরুল ইদরুসের দখলে। তিনি ২০২৩ সালে চীনের বিপক্ষে ৪ ওভারে ৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন। এর আগে ২০১৯ সালে নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যান ১৮ রানে ৭ উইকেট নিয়ে এই রেকর্ডটি গড়েছিলেন।

তাসকিনের পারফরম্যান্স বিপিএলের সেরা এবং স্বীকৃত টি-টোয়েন্টি বোলিং পারফরম্যান্সের মধ্যে তৃতীয় স্থান দখল করেছে। এর ফলে তিনি বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের সিপিএলে গড়া ৬/৬ পারফরম্যান্সকেও পেছনে ফেলেছেন।

তাসকিন ইনিংসের শুরুতেই লিটন দাসকে শূন্য রানে আউট করে চাপ সৃষ্টি করেন। এরপর তানজিদ হাসানকে ফিরিয়ে দ্বিতীয় উইকেট দখল করেন। তৃতীয় ‍উইকেট হিসেবে শাহাদাত হোসেন, চতুর্থ উইকেট হিসেবে শুভম রাঞ্জানেকে, পঞ্চম হিসেবে চতুরাঙ্গা ডি সিলভাকে আউট করেন। এরপর আলাউদ্দিন বাবু ও মুকিদুল ইসলামকে পরপর দুই বলে ফিরিয়ে হ্যাটট্রিকের দোরগোড়ায় পৌঁছান। কিন্তু মুস্তাফিজুর রহমান কোনোরকমে ব্যাট লাগিয়ে ১ রান নিয়ে তাসকিনকে বিশ্ব রেকর্ড থেকে বঞ্চিত করেন।

তাসকিন আহমেদের এই দুর্দান্ত পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক। বিপিএলে সেরা বোলিংয়ে মোহাম্মদ আমিরের ১৭ রানে ৬ উইকেটের রেকর্ডও ভেঙেছেন তিনি। তার এই পারফরম্যান্স বাংলাদেশি পেসারদের জন্য এক নতুন উদাহরণ সৃষ্টি করবে।

আনন্দবাজার/এমকে

সংবাদটি শেয়ার করুন