ঢাকা | শনিবার
৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএলের মাঝেই টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

অনেক দিন ধরেই গুঞ্জন চলছে অধিনায়কত্ব ছাড়বেন নাজমুল হোসেন শান্ত। যদিও সেটা বাস্তবে রূপ নেয়নি। নেতৃত্বে বহাল ছিলেন তিনে। সবশেষ সিরিজে ইনজুরির কারণে নেতৃত্ব দিতে না পারলেও কাজগে কলমে তিনিই যে বাংলাদেশ দলের অধিনায়ক। কিন্তু নতুন বছরের শুরুতেই চাউর হওয়া সে গুঞ্জন বাস্তবে রূপ নিলো। টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কের পদটা ছেড়ে দিলেন শান্ত।

জনপ্রিয় ক্রিকেটবিষয়ক গণমাধ্যম ক্রিকবাজ তাদের এক খবরে বিষয়টি নিশ্চিত করেছে।

সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে অধিনায়কত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু সেটা গুঞ্জন থেকে আর বাস্তব হয়নি। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন শান্ত। নিজের ব্যাটিং নিয়ে আরও মনোযোগী হতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানা গিয়েছে।

তবে এই দফায় আপাতত টি-টোয়েন্টি ক্রিকেটের দায়িত্ব থেকেই সরে আসছেন শান্ত। টেস্ট এবং ওয়ানডে অধিনায়কত্ব চালিয়ে যাবেন। ক্রিকবাজ বিসিবির শীর্ষ এক কর্তাকে উদ্ধৃত করে জানায়, ‘শান্ত শেষ পর্যন্ত আমাদের জানিয়ে দিয়েছে সে আর টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক থাকছে না। আর আমরা সেটা মেনে নিয়েছি, কারণ আমাদের এই মুহূর্তে টি-টোয়েন্টি ম্যাচ নেই। তবে কোনো ইনজুরি সমস্যা না থাকলে নাজমুল টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক থাকবে। এই বিষয়ে আমাদের কথা হয়েছে।’

বর্তমানে নাজমুল শান্ত ব্যস্ত আছেন বিপিএল দল ফরচুন বরিশালের হয়ে। নভেম্বরে আফগানিস্তান সিরিজে কুঁচকির ইনজুরির পর মিস করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। এনসিএল টি-টোয়েন্টি আর বিপিএল দিয়েই নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ফিট করে তোলার মিশনে আছেন বাংলাদেশের দুই ফরম্যাটের অধিনায়ক। সবকিছু ঠিক থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে বাংলাদেশের হয়ে টস করতে নামবেন তিনি।

এদিকে শান্তর অনুপস্থিতিতে বাংলাদেশের টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কের দৌড়ে এগিয়ে আছেন লিটন কুমার দাস। বর্তমানে ব্যাট হাতে ধুঁকতে হলেও উইকেটের পেছনে আর অধিনায়কত্বের দিক থেকে বেশ ছন্দে আছেন লিটন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার অধিনায়ক ভূমিকা বেশ মুগ্ধ করেছিল ক্রিকেটভক্তদের। সিরিজ শেষে জানিয়েছিলেন, বিসিবি চাইলে তিনি পুরোদমে জাতীয় দলের নেতৃত্ব দিতেও প্রস্তুত।

সংবাদটি শেয়ার করুন