ঢাকা | বৃহস্পতিবার
২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

‘গায়ে পড়ে ঝগড়া’ করে শাস্তি পেলেন কোহলি

বিরাট কোহলি শাস্তি পাবেন, তা অনুমিতই ছিল। এবার শাস্তি নিশ্চিতও হলো। ১৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান ওপেনার স্যাম কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে ভারতীয় সাবেক অধিনায়ককে। ডানহাতি এই ব্যাটারকে একটি ডিমেরিট পয়েন্টও দিয়েছে আইসিসি।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মেলবোর্ন টেস্টে টস জিতে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের শাসিয়ে রান তুলে সফরকারীদের চক্ষুশূলে পরিণত হন অসি ওপেনার কনস্টাস। এরপর অস্ট্রেলিয়ার ইনিংসের ১০ ওভারের খেলা শেষ হলে অপ্রত্যাশিত এই ঘটনা ঘটে।

মোহাম্মদ সিরাজের শেষ বলে সিঙ্গেল নেওয়ার পর গ্লাভস খুলে অন্য প্রান্তে ব্যাটিং পার্টনার উসমান খাজার দিকে হাঁটতে শুরু করেন কনস্টাস। কোহলি বল কুড়িয়ে নিয়ে কনস্টাসের দিকে এগিয়ে যান।

অস্ট্রেলিয়ান ওপেনার দিক বদলাননি, ভারতীয় কিংবদন্তিও একই লাইনে হেঁটে যান। এরপর দুজনের ধাক্কা লাগে। কোহলি তখন ঘুরে দাঁড়িয়ে কনস্টাসের উদ্দেশে কিছু বাক্যবাণ ছুঁড়ে দেন। এরপর উসমান খাজা এসে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন। অন-ফিল্ড আম্পায়াররাও কথা বলেন কোহলি এবং কনস্টাসের সঙ্গে।

আনন্দবাজার আরবি

সংবাদটি শেয়ার করুন