ঢাকা | মঙ্গলবার
৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সাইফুদ্দিনের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে বাংলাদেশ

হংকং সিক্সেস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে আরব আমিরাতকে ডিএলএস মেথডে ১৮ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। অলরাউন্ড নৈপুণ্য দেখানো সাইফউদ্দিন মাত্র ৯ বল খেলে করেন ৩৬ রান , আর বল হাতে নেন ২ উইকেট।

শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আরব আমিরাত। ব্যাট করতে নেমে জিশান আলম ও আব্দুল্লাহ আল মামুনের ব্যাটে বাংলাদেশ উড়ন্ত সূচনা পেয়েছে। শুরুর ওভারেই তুলেছে ৯ রান। দ্বিতীয় ওভারে সেই আগ্রাসনের মাত্রা আরও বাড়ে। চার-ছক্কায় আরও ২০ রান যোগ করে তারা। টানা তৃতীয় ওভারে অব্যাহত থাকে একই মোমেন্টাম। ১৬ রান যোগ করলে বিনা উইকেটে স্কোর দাঁড়ায় ৪৫। চতুর্থ ওভারে সাজঘরে ফেরেন মামুন। তার আগে ১১ বলে ৩১ রান করেন তিনি। অধিনায়ক সাইফউদ্দিন ক্রিজে আসেন শেষের দিকে। বিস্ফোরক ব্যাটিংয়ে ৯ বলে যোগ করেছেন ৩৬ রান! থাকেন অপরাজিত। অপরাজিত ছিলেন জিশান আলমও। ১৭ বলে ৩৪ রান করেন তিনি। তাতে এক উইকেট হারিয়ে ৬ ওভারে ১১১ রানের পুঁজি পায় লাল সবুজ দল।

জবাবে খেলতে নামা আরব আমিরাতকে শুরুতেই কাঁপিয়ে দেন সাইফউদ্দিন। প্রথম ওভারে তুলে নেন দুই উইকেট। নিজের ওভারে রানের গতি কমাতে ভূমিকা রাখেন আবু হায়দার রনি। তবে আব্দুল্লা আল মামুন ছিলেন ভীষণ খরুচে। ২৮ রান আসে তার ওভার থেকে। তার পরেও বিপজ্জনক সঞ্চিত শর্মাকে সাজঘর পাঠান তিনি।

শেষ দিকে আরব আমিরাত জ্বলে ওঠার চেষ্টা করলেও আলোর স্বল্পতায় ৩.২ ওভার পর্যন্তই ম্যাচটা মাঠে গড়িয়েছে। তখন দলটির স্কোর ছিল ৩ উইকেটে ৪৩। তার পর ডিএলএস মেথডে ১৮ রানে জয়ী হয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ দল।

সংবাদটি শেয়ার করুন