ঢাকা | বৃহস্পতিবার
২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ফেরা হচ্ছে না সাকিবের

দেশের ক্রিকেটের পোষ্টারবয় সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে আজ রাতে দেশে ফেরার কথা ছিলো। তবে নানান নাটকীয়তার পর তার ফেরা আটকে গেছে।

জানা গেছে, তারকা এই অলরাউন্ডার আপাতত আর দেশে আসছেন না। ফলে ঘরের মাঠ থেকে তার বিদায়ী টেস্ট খেলা হচ্ছে না।

সাকিবের দেশে ফেরা নিয়ে অনেকদিন ধরেই তৈরি হয় সংশয়। সরকারের উচ্চ পর্যায় থেকে তাকে দেশে ফিরতে মানা করা হয় বলে জানা যায়। তবে যুক্তরাষ্ট্রে ফিরে না গিয়ে দুবাইতেই অপেক্ষা করতে বলা হয়। দুবাই থেকে বাংলাদেশ সময় আজ বিকেল ৫টার ঢাকামুখী ফ্লাইট ছিলো সাকিবের। অপেক্ষায় ছিলেন তিনিও। কিন্তু জানা গেছে, সেই ফ্লাইট বাতিল করে দিয়েছেন তিনি। 

প্রসঙ্গত, আজ দুপুরে বিসিবির কয়েকজন পরিচালক ভার্চুয়াল সভায় বসেন। বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু গণমাধ্যমে জানান, এই সভায় কয়েকটি বিষয় নিয়ে আলাপ করেছেন তারা। তিনি বলেন, নিরাপত্তা আমরা মাঠের ভেতর দিতে পারি। বাইরে তো আমাদের এখতিয়ার নাই। এটা আসতে হবে সরকারের উঁচু মহল থেকে।

এ ছাড়াও জানা গেছে, সভা থেকে সাকিবের ফেরার ব্যাপারে ইতিবাচক কোন সিদ্ধান্তে আসা যায়নি।সাকিব নিরাপত্তা বিষয়ে নিশ্চিত হতে পারেননি। দেশে না ফিরে এখন যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন সাকিব।

সংবাদটি শেয়ার করুন