ঢাকা | বুধবার
৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নভেম্বরে আফগানিস্তান-বাংলাদেশ ওয়ানডে সিরিজ

নভেম্বরে আফগানিস্তান-বাংলাদেশ ওয়ানডে সিরিজ

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতের শারজায়।

রোববার (২৯ সেপ্টেম্বর) আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজের সূচিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে এবিসি।

দেশটির ক্রিকেট বোর্ড বলেছে, বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে ৬, ৮ এবং ১১ নভেম্বর ২০২৪ তারিখে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলবে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল যা সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের দ্বারা আয়োজিত হবে।

সূচি অনুযায়ী সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি হবে ৬ নভেম্বর। ৯ নভেম্বর দ্বিতীয় ওয়ানডেতে। আর তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর। তিনটি ম্যাচের ভেন্যুই শারজা স্টেডিয়ামে।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ গত বৃহস্পতিবারই বলেছিলেন, তিনটি ওয়ানডেকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে বিবেচনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন