আসন্ন পাকিস্তান সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাহমুদুল্লাহ রিয়াদকে দলনেতা করে ঘোষিত দলে নতুন মুখ হাসান মাহমুদ।
দল থেকে বাদ পড়েছেন আরাফাত সানি, আবু হায়দার রনি ও তাইজুল ইসলাম। নিরাপত্তজনিত কারণে সফরে যেতে অনাগ্রহী মুশফিকুর রহিমকে রাখা হয়নি দলে। এছাড়া চোটের কারণে দলে নেই মোসাদ্দেক হোসেন সৈকতও।
আরও পড়ুন: খুলনাকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী
দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান ও রুবেল হোসেন। ইন্জুরি গুরুতর না হওয়ায় স্কোয়াডে রাখা হয়েছে দেশসেরা ব্যাটসম্যান তামিম ইকবালকেও।
আগামী ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি লাহোরে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলতে শীঘ্রই দেশ ছেড়ে যাবে বাংলাদেশ দল। প্রথম ধাপে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতেই পাকিস্তানে যাবে বাংলাদেশ।
পাকিস্তান সফরের জন্য ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াড:
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস (উইকেট রক্ষক), মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, রুবেল হোসেন, হাসান মাহমুদ।
আনন্দবাজার/ডব্লিউ এস