ঢাকা | বুধবার
৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দরহাট সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বিজিবি।  

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।

দিনাজপুর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর কমান্ডার কর্নেল মো. আরিফুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে এক বিএসএফ সদস্য গরু-ছাগল তাড়াতে তাড়াতে ভুল করে জিরো লাইন ক্রস করে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়লে তাকে আটক করা হয়। বিষয়টি বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে ফেরত দেওয়া হবে।  

এ বিষয়ে চান্দেরহাট সীমান্তে বিএসএফ ও বিজিবির অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। তারপর আটক বিএসএফ সদস্যকে ছেড়ে দেওয়া হবে বলে জানান বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম। 

আনন্দবাজার/ আরবি

সংবাদটি শেয়ার করুন