ঢাকা | বুধবার
৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ধোনির রেকর্ডে ভাগ বসালো জুরেল

ভারতের প্রথম শ্রেণির ঘরোয়া টুর্নামেন্ট দুলীপ ট্রফির এক ইনিংসে সর্বোচ্চ ৭টি ক্যাচ নিয়ে ২০০৫ সালে করা ধোনির রেকর্ডে ভাগ বসিয়েছেন উইকেটকিপার–ব্যাটসম্যান ধ্রুব জুরেল।

বেঙ্গালুরুতে গতকাল শেষ হওয়া ভারত ‘এ’ ও ভারত ‘বি’ দলের মধ্যকার ম্যাচে ধোনির পাশে বসেন জুরেল। ভারত ‘এ’ দলের উইকেটকিপার জুরেল ‘বি’ দলের দ্বিতীয় ইনিংসে একে একে নিয়েছেন যশস্বী জয়সোয়াল, অভিমন্যু ঈশ্বরণ, মুশির খান, সরফরাজ খান, নীতিশ রেড্ডি, সাই কিশোর ও নবদীপ সাইনির ক্যাচ।

এর পূর্বে ২০০৫ সালে ধোনি ভেঙেছিলেন দুই যুগ ধরে টিকে থাকা রেকর্ড। ১৯৮০–৮১ মৌসুমে এক ইনিংসে ৬টি ক্যাচ নিয়েছিলেন সদানন্দ বিশ্বনাথ। দক্ষিণাঞ্চলের হয়ে খেলা এই উইকেটকিপার ছুঁয়েছিলেন সুনীল বেঞ্জামিনকে। প্রয়াত বেঞ্জামিন ১৯৭৩–৭৪ মৌসুমে মধ্যপ্রদেশের হয়ে এক ইনিংসে ৬টি ক্যাচ গ্লাভসবন্দী করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন